ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা বন্ধ হচ্ছে Logo নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা: র‌্যাব-৭ Logo শার্শায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত Logo IUGIP প্রকল্পের আওতায় কমিউনিটি অ্যাকশন প্লান Logo রাজনৈতিক সংস্কারে কল সেন্টার: বিএনপির যুগান্তকারী পদক্ষেপ Logo সিলেট থেকেই প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান Logo শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবক-শিক্ষক ঐক্য: লামায় চিল্ড্রেন হ্যাভেন ট্রাস্ট স্কুলে অভিভাবক সমাবেশ Logo রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ Logo আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড: র‌্যাব-৭ এর অভিযানে পলাতক আসামি শ্রী গনেশ গ্রেপ্তার Logo চাঁদগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার- র‌্যাব-৭

রাজশাহীতে পুকুর উদ্ধারে প্রশাসনের অভিযান

আবু কাওসার মাখন, রাজশাহী
রাজশাহী মহানগরীর পঞ্চবটি আহমপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তা উদ্ধারে অভিযান চালিয়েছে প্রশাসন। কয়েকদিন ধরে কৌশলে ধীরগতিতে পুকুরটি ভরাট করা হচ্ছিল। এরই মধ্যে পুকুরের সিংহভাগ অংশ মাটি দিয়ে ঢেকে ফেলা হলেও মঙ্গলবার সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পুকুর ভরাটে জড়িতরা আগেই সরে পড়ে। বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন এবং বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরটির মালিকানা রয়েছে প্রায় ১০ থেকে ১৫ জনের। তবে ভরাটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন মালিকপক্ষের ৭ থেকে ৮ জন। এদের মধ্যে আনার, আরিফ, চঞ্চল, সুমন, চন্দন ও তারা উল্লেখযোগ্য। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এই পুকুরটি প্রায় এক বছর ধরে ধীরে ধীরে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানার পর বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার সংশ্লিষ্টদের সতর্ক করেন। কিন্তু সতর্কতা উপেক্ষা করায় শেষ পর্যন্ত প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাবে না। আইন অনুযায়ী পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। এই পুনঃখননের সব ব্যয় পুকুর ভরাটকারীদের কাছ থেকেই আদায় করা হবে। ভবিষ্যতে রাজশাহীতে কোনো পুকুর ভরাটের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, পুকুর পুনঃখনন শেষ না হওয়া পর্যন্ত সেখানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। ভরাট করা পুকুর পুনরুদ্ধার করাও আমাদের দায়িত্ব। আমরা অভিযোগ পেয়েছিলাম যে পাশের একটি ভবন ভেঙে তার ইট ও খোয়া ব্যবহার করে পুকুরটি ভরাট করা হচ্ছিল। এ বিষয়ে বিভাগীয় কমিশনার স্যারকেও জানানো হয়। তার নির্দেশেই আমরা পুকুরটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছি, যাতে ভবিষ্যতে আর কেউ এটি ভরাট করতে না পারে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
৪৫১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুকুর উদ্ধারে প্রশাসনের অভিযান

আপডেট সময় ১২:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
রাজশাহী মহানগরীর পঞ্চবটি আহমপুর এলাকায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে তা উদ্ধারে অভিযান চালিয়েছে প্রশাসন। কয়েকদিন ধরে কৌশলে ধীরগতিতে পুকুরটি ভরাট করা হচ্ছিল। এরই মধ্যে পুকুরের সিংহভাগ অংশ মাটি দিয়ে ঢেকে ফেলা হলেও মঙ্গলবার সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পুকুর ভরাটে জড়িতরা আগেই সরে পড়ে। বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন এবং বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরটির মালিকানা রয়েছে প্রায় ১০ থেকে ১৫ জনের। তবে ভরাটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন মালিকপক্ষের ৭ থেকে ৮ জন। এদের মধ্যে আনার, আরিফ, চঞ্চল, সুমন, চন্দন ও তারা উল্লেখযোগ্য। স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এই পুকুরটি প্রায় এক বছর ধরে ধীরে ধীরে ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানার পর বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার সংশ্লিষ্টদের সতর্ক করেন। কিন্তু সতর্কতা উপেক্ষা করায় শেষ পর্যন্ত প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় কোনো অবস্থাতেই পুকুর ভরাট করা যাবে না। আইন অনুযায়ী পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। এই পুনঃখননের সব ব্যয় পুকুর ভরাটকারীদের কাছ থেকেই আদায় করা হবে। ভবিষ্যতে রাজশাহীতে কোনো পুকুর ভরাটের চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, পুকুর পুনঃখনন শেষ না হওয়া পর্যন্ত সেখানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইনে পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। ভরাট করা পুকুর পুনরুদ্ধার করাও আমাদের দায়িত্ব। আমরা অভিযোগ পেয়েছিলাম যে পাশের একটি ভবন ভেঙে তার ইট ও খোয়া ব্যবহার করে পুকুরটি ভরাট করা হচ্ছিল। এ বিষয়ে বিভাগীয় কমিশনার স্যারকেও জানানো হয়। তার নির্দেশেই আমরা পুকুরটি পুনরায় খননের উদ্যোগ নিয়েছি, যাতে ভবিষ্যতে আর কেউ এটি ভরাট করতে না পারে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/ajkercrime/public_html/wp-includes/functions.php on line 5481