IUGIP প্রকল্পের আওতায় কমিউনিটি অ্যাকশন প্লান
ফরিদগঞ্জ পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় কমিউনিটি অ্যাকশন প্লান (CAP) প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত , পৌর নাগরিক দারিদ্র জনগোষ্ঠীর অবকাঠামোগত ও আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফরিদগঞ্জ পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় কমিউনিটি অ্যাকশন প্লান (CAP) প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জানুয়ারি ২০২৬, ফরিদগঞ্জ পৌরসভার মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন নগর পরিচয় ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরাসরি উদ্বোধন করেন সেতু কুমার বড়ুয়া, প্রশাসক, ফরিদগঞ্জ পৌরসভা। অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন তোফায়েল আহমেদ, প্রকল্প পরিচালক, IUGIP এবং মোঃ আজহার আলী, টিম লিডার, Governance Improvement and Capacity Development (GICD)। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল আলম, রিজিওনাল কো-অর্ডিনেটর, IUGIP এবং মোঃ আরিফ হোসেন, CDA, IUGIP।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী, ফরিদগঞ্জ পৌরসভা; মোঃ শাহ সুফিয়ান খান, পৌর নির্বাহী কর্মকর্তা; মোহাম্মদ আব্দুল কাদের, উপ-সহকারী প্রকৌশলী; মোহাম্মদ উল্যা আল-আমিন, নকশাকার; এবং মোহাম্মদ ফয়সাল আহমেদ, এমই, IUGIPসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ফরিদগঞ্জ পৌরসভার চারটি লিনিক থেকে আগত সভাপতি, সহ-সভাপতি ও কার্যকরী সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কমিউনিটি পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নে CAP-এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সহযোগিতায়: গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (GICD) কনসালটেন্সি সার্ভিসেস, IUGIP
আয়োজনে: ফরিদগঞ্জ পৌরসভা, চাঁদপুর।




















