ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ
সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত
পুণ্য ভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি ঠিক থাকলে আসছে ১লা জানুয়ারি তিনি সিলেট সফরে যেতে পারেন। দলীয় সূত্র জানিয়েছে, এর আগের সব নির্বাচনে সিলেট থেকেই দলীয় প্রধান নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর ধারাবাহিকতায় এবারো সিলেট থেকেই দলীয় নির্বাচনী প্রচার শুরু হতে যাচ্ছে।
ওদিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের ঢাকা-১৭ সংসদীয় আসনের ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন তিনি।
গতকাল বিকাল পৌনে ৪টার দিকে ইসি’র জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এসব তথ্য জানান। বলেন, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।
এর আগে শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটার হতে আবেদনের জন্য সশীরের যান তারেক রহমান। তারেক রহমান লন্ডন থেকে ফেরার আগেই বিএনপি জানিয়েছিল, তারেক রহমান ২৭শে ডিসেম্বর ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাজ করবেন। সে অনুযায়ী, শনিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। তিনি ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ দেয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ সারেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তখন সেখানে উপস্থিত ছিলেন। ঢাকায় ফিরে গুলশানের বাড়িতে ওঠেন তারেক রহমান। ওই এলাকায়ই ভোটার হতে আবেদন করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, তবে ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যেকোনো সময় ভোটার হওয়ার যোগ্য যেকোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। ফলে তারেক রহমানের আবেদন ইসি কর্তৃক অনুমোদিত হতে হতো। আজ সেই অনুমোদনই দেয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। রোববার সন্ধ্যায়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংশ্লিষ্ট আসন দুটির দলীয় সমন্বয়কদের সঙ্গে নিয়ে এই স্বাক্ষর করেন তারেক রহমান।





















