শুটিং সেটে নিজের অভিনয়ে কিংবদন্তি আমজাদ হোসেনকে কাঁদালেন প্রসূন আজাদ
অভিনেত্রী প্রসূন আজাদ এখন অনেকটা দূরে রয়েছেন অভিনয় থেকে। তবে, সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব তিনি। সম্প্রতি ১০ বছর আগের শুটিং সেটের একটি ঘটনা শেয়ার করেছেন অভিনেত্রী। প্রসূন লিখেন, ডিরেক্টর সোহেল আরমান সাহেবের নাটকের শুটিং চলছিল। শট শেষ। কঠিন দৃশ্য। এক টেকেই আমাকে সংলাপ বলতে হবে, কাঁদতে হবে, নির্ধারিত জোন ত্যাগ করে চলেও যেতে হবে। সবই করলাম। প্রসূন বলেন, অন্য কোনো ঘরে গিয়ে বসার জায়গা খুঁজছি। হঠাৎ দেখি আমজাদ হোসেন স্যার বারান্দায় দাঁড়িয়ে কাঁদছেন। দূর থেকে যা অনুমান করলাম, কিছুক্ষণ আগের যে দৃশ্যটায় আমি অভিনয় করেছি, সেটা দেখে সে কাঁদছে। প্রসূন যোগ করে বলেন, শিল্পী খুবই মহৎ একটি শব্দ। যেটা আমার সঙ্গে যায় না। অন্তত তাকে দেখে আমার নিজের প্রতি এই ধারণা জন্ম নিয়েছে। আমজাদ স্যার আমাকে যখন জিজ্ঞেস করেছিল, এত কম বয়সে তুই কিছুই শিখিস নাই, কী করে পারিস এত সুন্দর অভিনয় করতে! কথাটা শুনে আমার বুক কেঁপে উঠেছিল। উত্তরে বলেছিলাম, আমি যখন ছোট থাকতে দাদা বাড়ির উঠানে ধুলাবালিতে খেলতাম, তখন আপনার সিনেমা দেখেছিলাম, ভাত দে। তাই পারি।





















