ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লামায় ১৫০জন এতিমও হাফেজকে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরন করলেন আরিফ ফাউন্ডেশন

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ইফতার সামগ্রী,ত্রাণ বিতরণ,ও কবর স্থানের জায়গা ক্রয়ের জন্য নগদ অর্থ এবং এতিমখানার ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেছেন,মালয়েশিয়া প্রবাসী লামা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফজল হক এর বড় ছেলে মোঃ আরিফুল ইসলাম (আরিফ ফাউন্ডেশন)। আরিফ ফাউন্ডেশন হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আরিফ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার লামা প্রতিনিধি সুলতান মাহমুদ।এবং সহযোগী হিসাবে রয়েছেন আরিফ সাহেবের ছোট ভাই মোঃ ফারুক।
 আরিফ ফাউন্ডেশন একেক জন পরিবারকে, সেমাই দুই প্যাকেট,চিনি এক কেজি,আলু দুই কেজি,পেঁয়াজ ১ কেজি,দুধ এক প্যাকেট,চাউল 5 কেজি,তেল এক কেজি,চনাবুট এক কেজি,লাল সেমাই দেড় কেজি,মশারির ডাল এক কেজি,খেজুর আধা কেজি, মুড়ি এক কেজি প্রদান করা হয়।
১,মেরাখোলা হেফজ ও এতিমখানায় সাড়ে ৪ভান টিন ৪০জনের ৪দিনের ইফতারি প্রদান।
২, বমুবিলছড়ি দারুল কাউছার হেফজ ও এতিম খানায় ২ভান টিন ও ৫০জনের জন্য ২০দিনের ইফতার সামগ্রী বিতরন।
৩,মধুঝিরি ৩০জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রান বিতরন।
৪,পূর্ব সিলেরতুয়া হেফজ ও এতিমখানায় ৪০জন এতিমের জন্য ৩০দিনের ইফতার সামগ্রী বিতরণ।
৫,ছাগলনাইয়া হেফজ ও এতিমখানায় ৫০জন হাফেজের মাঝে ৩০দিনের ইফতার সামগ্রী বিতরণ।
৬, লামা পৌর এলাকার হাসপাতালপাড়া,নুনার বিল পাড়া,পশ্চিম মধুঝিরি এবং মধুঝিরি ও লাইনঝিরি ছাগল খাইয়া, সিলেরতুয়ায় সর্বমোট ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রান বিতরন করা হয়।
মধুঝিরি কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
আরিফ ফাউন্ডেশনের আরিফ সাহেব বিভিন্ন সময়ে তার নিজ এলাকায় গোপনে বিভিন্নভাবে দান করে গেছেন। এবার নতুন আঙ্গিকে অতিরিক্ত সহযোগিতা করার জন্য আরিফ ফাউন্ডেশন২০২৪ নামকরণ করা হয়। সারা বছর যাতে এই ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারে এর জন্য আরিফ ফাউন্ডেশনের আরিফ সাহেব সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লামায় ১৫০জন এতিমও হাফেজকে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরন করলেন আরিফ ফাউন্ডেশন

আপডেট সময় ০৭:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ইফতার সামগ্রী,ত্রাণ বিতরণ,ও কবর স্থানের জায়গা ক্রয়ের জন্য নগদ অর্থ এবং এতিমখানার ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করেছেন,মালয়েশিয়া প্রবাসী লামা পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফজল হক এর বড় ছেলে মোঃ আরিফুল ইসলাম (আরিফ ফাউন্ডেশন)। আরিফ ফাউন্ডেশন হল একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আরিফ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার লামা প্রতিনিধি সুলতান মাহমুদ।এবং সহযোগী হিসাবে রয়েছেন আরিফ সাহেবের ছোট ভাই মোঃ ফারুক।
 আরিফ ফাউন্ডেশন একেক জন পরিবারকে, সেমাই দুই প্যাকেট,চিনি এক কেজি,আলু দুই কেজি,পেঁয়াজ ১ কেজি,দুধ এক প্যাকেট,চাউল 5 কেজি,তেল এক কেজি,চনাবুট এক কেজি,লাল সেমাই দেড় কেজি,মশারির ডাল এক কেজি,খেজুর আধা কেজি, মুড়ি এক কেজি প্রদান করা হয়।
১,মেরাখোলা হেফজ ও এতিমখানায় সাড়ে ৪ভান টিন ৪০জনের ৪দিনের ইফতারি প্রদান।
২, বমুবিলছড়ি দারুল কাউছার হেফজ ও এতিম খানায় ২ভান টিন ও ৫০জনের জন্য ২০দিনের ইফতার সামগ্রী বিতরন।
৩,মধুঝিরি ৩০জন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রান বিতরন।
৪,পূর্ব সিলেরতুয়া হেফজ ও এতিমখানায় ৪০জন এতিমের জন্য ৩০দিনের ইফতার সামগ্রী বিতরণ।
৫,ছাগলনাইয়া হেফজ ও এতিমখানায় ৫০জন হাফেজের মাঝে ৩০দিনের ইফতার সামগ্রী বিতরণ।
৬, লামা পৌর এলাকার হাসপাতালপাড়া,নুনার বিল পাড়া,পশ্চিম মধুঝিরি এবং মধুঝিরি ও লাইনঝিরি ছাগল খাইয়া, সিলেরতুয়ায় সর্বমোট ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ত্রান বিতরন করা হয়।
মধুঝিরি কবরস্থানের জায়গা ক্রয়ের জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
আরিফ ফাউন্ডেশনের আরিফ সাহেব বিভিন্ন সময়ে তার নিজ এলাকায় গোপনে বিভিন্নভাবে দান করে গেছেন। এবার নতুন আঙ্গিকে অতিরিক্ত সহযোগিতা করার জন্য আরিফ ফাউন্ডেশন২০২৪ নামকরণ করা হয়। সারা বছর যাতে এই ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারে এর জন্য আরিফ ফাউন্ডেশনের আরিফ সাহেব সকলের নিকট দোয়া কামনা করেছেন।