ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে
আজ দাও গো সবার দুয়ার খুলে, যাও গো সকল ভাবনা ভুলে— সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে ।।’
বাংলা মায়ের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমার যে লড়াই, তা আজও বিদ্যমান। এই নির্বাচনও বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার নির্বাচন। বাংলার মানুষ চায় না আগামীদিনে তাদের ব্যক্তিগত পরিসরে কোনও বহিরাগত শক্তি নাক গলাক। তারা চায় না বিজেপির মন্দির-মসজিদের রাজনীতি বাংলায় প্রবেশ করুক। কে কী খাবে, কে কী পরবে তার সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। তারা চায় অগ্রগতি ও উন্নয়ন। তাই তাদের ভরসার নাম তৃণমূল কংগ্রেস।
আজকের এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রোড শো’য়ে মানুষের অফুরান ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থন পেয়ে, আমি নিশ্চিত আগামী ১৯ এপ্রিল, দার্জিলিংয়ের আপামর জনতা মা-মাটি-মানুষকেই বেছে নেবে। আজকের এই জনস্রোত দেখে বিজেপির স্বৈরাচারীদের মেরুদণ্ড বেয়ে ইতিমধ্যেই ভয়ের স্রোত নেমে এসেছে। আগামী ১৯ এপ্রিল, দার্জিলিংয়ের ভূমিপুত্র শ্রী গোপাল লামাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার উন্নয়নের মহাযজ্ঞে শামিল হন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদের ভেতরে ধর্মীয় নেতাকে হত্যা

সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে

আপডেট সময় ০১:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
আজ দাও গো সবার দুয়ার খুলে, যাও গো সকল ভাবনা ভুলে— সকল ডাকের উপরে আজ মা আমাদের ডাকে ।।’
বাংলা মায়ের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমার যে লড়াই, তা আজও বিদ্যমান। এই নির্বাচনও বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের হাত থেকে বাংলার সংস্কৃতিকে রক্ষা করার নির্বাচন। বাংলার মানুষ চায় না আগামীদিনে তাদের ব্যক্তিগত পরিসরে কোনও বহিরাগত শক্তি নাক গলাক। তারা চায় না বিজেপির মন্দির-মসজিদের রাজনীতি বাংলায় প্রবেশ করুক। কে কী খাবে, কে কী পরবে তার সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। তারা চায় অগ্রগতি ও উন্নয়ন। তাই তাদের ভরসার নাম তৃণমূল কংগ্রেস।
আজকের এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রোড শো’য়ে মানুষের অফুরান ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থন পেয়ে, আমি নিশ্চিত আগামী ১৯ এপ্রিল, দার্জিলিংয়ের আপামর জনতা মা-মাটি-মানুষকেই বেছে নেবে। আজকের এই জনস্রোত দেখে বিজেপির স্বৈরাচারীদের মেরুদণ্ড বেয়ে ইতিমধ্যেই ভয়ের স্রোত নেমে এসেছে। আগামী ১৯ এপ্রিল, দার্জিলিংয়ের ভূমিপুত্র শ্রী গোপাল লামাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বাংলার উন্নয়নের মহাযজ্ঞে শামিল হন।