ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাফলংয়ে পর্যটকদের ঢল ইভটিজিংয়ে জরিমানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

ঈদের দিন থেকে ঢল নেমেছে পর্যটকদের। গতকাল পর্যন্ত কমেনি সিলেটের জাফলংয়ে পর্যটক স্রোত। এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে পর্যটক সমাগম ঘটেছে। লাখো পর্যটকের উপস্থিতির কারণে গত শনিবার পুরো জাফলং লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট তামাবিল মহাসড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের উপস্থিতির কারণে নেটওয়ার্ক বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন অপারেটরের গ্রাহকরা। ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে আসা পর্যটক দর্শনার্থীদের আগমন, ভ্রমণ ও নিরাপদ প্রস্থান নিশ্চিতকরণে জাফলংসহ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয় প্রশাসন। সবক’টি পর্যটন স্পটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্বয়ং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। থানা ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে মহাসড়কে পয়েন্টে পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে পর্যটকদের আগমন প্রস্থানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ। টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখের নেতৃত্বে টুরিস্ট পুলিশ  প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে হ্যান্ডমাইকে দিনভর পর্যটক দর্শনার্থীদের সেবায় নিয়োজিত ছিল।

মোবাইল কোর্টের অভিযান, মামলা জরিমানা: এদিকে ইভটিজিং, পর্যটকদের পচা ও বাসি খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিভিন্ন আইনে শাস্তি ও জরিমানা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ৪টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন। তার মধ্যে ইভটিজিংয়ের দায়ে মো. রহিম উদ্দিনকে দণ্ডবিধির ৫০৯ ধারায় ৫ হাজার টাকা,  পর্যটকদের পচা ও বাসি খাবার পরিবেশন করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এক হাজার টাকা, কোল্ড ড্রিংকস ও পানীয় জাতীয় খাবারসহ সকল জাতীয় খাদ্য পণ্যে প্যাকেটে লিখিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এক পাইকারি দোকানকে ২২ হাজার টাকা এবং উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির নির্ধারিত জোনের বাইরে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করার দায়ে ১ দোকানিকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে এক দম্পতির সরাসরি  অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ট্যুরিস্ট বোট চালককে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটকদের সঙ্গে প্রতারণার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন। বোট চালককে জরিমানার ক্ষেত্রে তার অর্থনৈতিক সামর্থ্যকে বিবেচনায় নেয়া হয়। হোটেল ও দোকানগুলোতে ন্যায্যমূল্য ও সেবা নিশ্চিতকরণে এবং নারীবান্ধব পর্যটন স্পট নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদের ভেতরে ধর্মীয় নেতাকে হত্যা

জাফলংয়ে পর্যটকদের ঢল ইভটিজিংয়ে জরিমানা

আপডেট সময় ১১:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ঈদের দিন থেকে ঢল নেমেছে পর্যটকদের। গতকাল পর্যন্ত কমেনি সিলেটের জাফলংয়ে পর্যটক স্রোত। এবার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে পর্যটক সমাগম ঘটেছে। লাখো পর্যটকের উপস্থিতির কারণে গত শনিবার পুরো জাফলং লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট তামাবিল মহাসড়কে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের উপস্থিতির কারণে নেটওয়ার্ক বিড়ম্বনায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন অপারেটরের গ্রাহকরা। ঈদুল ফিতর ও নববর্ষের ছুটিতে আসা পর্যটক দর্শনার্থীদের আগমন, ভ্রমণ ও নিরাপদ প্রস্থান নিশ্চিতকরণে জাফলংসহ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেয় প্রশাসন। সবক’টি পর্যটন স্পটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্বয়ং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এবং জেলা প্রশাসন, সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। থানা ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে মহাসড়কে পয়েন্টে পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে পর্যটকদের আগমন প্রস্থানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ। টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখের নেতৃত্বে টুরিস্ট পুলিশ  প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে হ্যান্ডমাইকে দিনভর পর্যটক দর্শনার্থীদের সেবায় নিয়োজিত ছিল।

মোবাইল কোর্টের অভিযান, মামলা জরিমানা: এদিকে ইভটিজিং, পর্যটকদের পচা ও বাসি খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ বিভিন্ন আইনে শাস্তি ও জরিমানা করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ৪টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন। তার মধ্যে ইভটিজিংয়ের দায়ে মো. রহিম উদ্দিনকে দণ্ডবিধির ৫০৯ ধারায় ৫ হাজার টাকা,  পর্যটকদের পচা ও বাসি খাবার পরিবেশন করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এক হাজার টাকা, কোল্ড ড্রিংকস ও পানীয় জাতীয় খাবারসহ সকল জাতীয় খাদ্য পণ্যে প্যাকেটে লিখিত মূল্যের চাইতে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় এক পাইকারি দোকানকে ২২ হাজার টাকা এবং উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির নির্ধারিত জোনের বাইরে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে দোকান বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করার দায়ে ১ দোকানিকে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে এক দম্পতির সরাসরি  অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ট্যুরিস্ট বোট চালককে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় ও পর্যটকদের সঙ্গে প্রতারণার দায়ে এক হাজার টাকা জরিমানা করেন। বোট চালককে জরিমানার ক্ষেত্রে তার অর্থনৈতিক সামর্থ্যকে বিবেচনায় নেয়া হয়। হোটেল ও দোকানগুলোতে ন্যায্যমূল্য ও সেবা নিশ্চিতকরণে এবং নারীবান্ধব পর্যটন স্পট নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোয়াইনঘাট থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ।