ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নাভারন রেলষ্টেশনের কাছে ওভার ব্রীজ তৈরী করার দাবি

oppo_0

বন্ধ হয়ে গেল দক্ষিণ বুরুজ বাগান ও স্বমন্ধকাটি সহ কয়েকটি গ্রামের জনসাধারণের যাতায়াতের পথ যশোরের শার্শা উপজেলার নাভারন রেল ষ্টেশনের প্লাটফর্মের কাজ ও আধুনিকায়ন করাই. এই রেল ষ্টেশনের দক্ষিণ  ও রেল পার্টির পাশ ঘেঁষে দক্ষিণ বুরুজ বাগান ও এই গ্রামের পাশের স্বমন্ধকাটি সহ কয়েকটি গ্রামের লোকজনের পায়ে হেটে সহজ পথ এটি। শার্শা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ বুরুজ বাগান গ্রামটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ৫থেকে৬হাজার ভোটার ও ১০থেকে১২হাজার বাসিন্দার অবস্থান এই গ্রামে।

 এই মহল্লায় রয়েছে  সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স. ক্লিনিক  ও পীর আবুবক্কার সিনিয়র ফাজিল  মাদ্রাসা সহ বিভিন্ন এন. জি. ও. মিল ফ‍্যাক্টরী. বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান ও একটি বৃহৎ রাজনৈতিক দলের এমপি পদপ্রার্থী সহ গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের বসবাস এবং নাভারন বাজার যাতায়াতের জন্য তারাও এই পথটি ব‍্যবহার করত। ষ্টেশনের আধুনিকায়ন ও সংস্কার কাজ ও প্লাটফর্ম নির্মাণ হওয়ায়. দেশ স্বাধীনের পর থেকে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের এই পথটি বন্ধ হয়ে গেছে। এই রেল ষ্টেশন ও এর উত্তর পাশ দিয়ে প্রতিষ্ঠিত উপজেলার সবচেয়ে বড় ব‍্যবসা বান্ধব ঐতিহ্যবাহী নাভারন বাজার। এই বাজারের দক্ষিণ অঞ্চলের জনসাধারণের সহজে পায়ে হেটে ২/৩ মিনিটে বাজারে আসার একমাত্র এই পথ।
এই সহজ পথটি এখন সবার জন্য কঠিন হয়ে গেছে। এই পথে যেতে এখন নবনির্মিত পায় ৫ ফুট উচ্চ প্লাটফর্মের নিচে ইট দিয়ে অথবা ঝাপ দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। এভাবে ঝাপিয়ে. ঝাপিয়ে কম বয়সী নারী পুরুষরা যেতে পারলেও. বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ও রোগীরা যেতে পারছে না।  এই রাস্তার বিকল্প হিসেবে এখন প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে পাড়ি দিতে হচ্ছে পথচারীদের। পায়ে হেটে না গেলেও. ভ‍্যান বা বাইকে যেতে হলে ৫/১০ টাকা পকেট থেকে অতিরিক্ত গুনতে হচ্ছে যেমন. অতিরিক্ত সময়ও লাগছে তেমন  ভূক্তভোগী এলাকাবাসীদের। এলাকাবাসির দাবি এই গুরুত্বপূর্ণ মহল্লা ও বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগের সুবিধার জন্য ষ্টেশনের কোন এক পাশ ও উপর  দিয়ে ওভার ব্রীজ অথবা বিকল্প রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন জনসাধারণের জনদূর্ভোগ ও কষ্ট লাঘবে দেশের গণতন্ত্রপ্রজাতন্তের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে. এই এলাকার এই অসুবিধার কথা বিবেচনা করতে সরকার ও রেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সু দৃষ্টি প্রয়োজন।
উল্লেখ্য: যশোর জেলা রেল ষ্টেশনের এরকম প্লাটফর্ম নির্মানের পর ঐ এলাকার বাসিন্দাদের চলাচলের জন্য সরকারি নির্দেশে রেলকর্তৃপক্ষ লোহার ওভার ব্রীজ তৈরী করে দিয়েছেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বিমানবন্দরে হাসি-কান্নার গল্প

নাভারন রেলষ্টেশনের কাছে ওভার ব্রীজ তৈরী করার দাবি

আপডেট সময় ১২:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

বন্ধ হয়ে গেল দক্ষিণ বুরুজ বাগান ও স্বমন্ধকাটি সহ কয়েকটি গ্রামের জনসাধারণের যাতায়াতের পথ যশোরের শার্শা উপজেলার নাভারন রেল ষ্টেশনের প্লাটফর্মের কাজ ও আধুনিকায়ন করাই. এই রেল ষ্টেশনের দক্ষিণ  ও রেল পার্টির পাশ ঘেঁষে দক্ষিণ বুরুজ বাগান ও এই গ্রামের পাশের স্বমন্ধকাটি সহ কয়েকটি গ্রামের লোকজনের পায়ে হেটে সহজ পথ এটি। শার্শা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ বুরুজ বাগান গ্রামটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ৫থেকে৬হাজার ভোটার ও ১০থেকে১২হাজার বাসিন্দার অবস্থান এই গ্রামে।

 এই মহল্লায় রয়েছে  সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স. ক্লিনিক  ও পীর আবুবক্কার সিনিয়র ফাজিল  মাদ্রাসা সহ বিভিন্ন এন. জি. ও. মিল ফ‍্যাক্টরী. বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান ও একটি বৃহৎ রাজনৈতিক দলের এমপি পদপ্রার্থী সহ গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের বসবাস এবং নাভারন বাজার যাতায়াতের জন্য তারাও এই পথটি ব‍্যবহার করত। ষ্টেশনের আধুনিকায়ন ও সংস্কার কাজ ও প্লাটফর্ম নির্মাণ হওয়ায়. দেশ স্বাধীনের পর থেকে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের এই পথটি বন্ধ হয়ে গেছে। এই রেল ষ্টেশন ও এর উত্তর পাশ দিয়ে প্রতিষ্ঠিত উপজেলার সবচেয়ে বড় ব‍্যবসা বান্ধব ঐতিহ্যবাহী নাভারন বাজার। এই বাজারের দক্ষিণ অঞ্চলের জনসাধারণের সহজে পায়ে হেটে ২/৩ মিনিটে বাজারে আসার একমাত্র এই পথ।
এই সহজ পথটি এখন সবার জন্য কঠিন হয়ে গেছে। এই পথে যেতে এখন নবনির্মিত পায় ৫ ফুট উচ্চ প্লাটফর্মের নিচে ইট দিয়ে অথবা ঝাপ দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে। এভাবে ঝাপিয়ে. ঝাপিয়ে কম বয়সী নারী পুরুষরা যেতে পারলেও. বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ও রোগীরা যেতে পারছে না।  এই রাস্তার বিকল্প হিসেবে এখন প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে পাড়ি দিতে হচ্ছে পথচারীদের। পায়ে হেটে না গেলেও. ভ‍্যান বা বাইকে যেতে হলে ৫/১০ টাকা পকেট থেকে অতিরিক্ত গুনতে হচ্ছে যেমন. অতিরিক্ত সময়ও লাগছে তেমন  ভূক্তভোগী এলাকাবাসীদের। এলাকাবাসির দাবি এই গুরুত্বপূর্ণ মহল্লা ও বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগের সুবিধার জন্য ষ্টেশনের কোন এক পাশ ও উপর  দিয়ে ওভার ব্রীজ অথবা বিকল্প রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন জনসাধারণের জনদূর্ভোগ ও কষ্ট লাঘবে দেশের গণতন্ত্রপ্রজাতন্তের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে. এই এলাকার এই অসুবিধার কথা বিবেচনা করতে সরকার ও রেল কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সু দৃষ্টি প্রয়োজন।
উল্লেখ্য: যশোর জেলা রেল ষ্টেশনের এরকম প্লাটফর্ম নির্মানের পর ঐ এলাকার বাসিন্দাদের চলাচলের জন্য সরকারি নির্দেশে রেলকর্তৃপক্ষ লোহার ওভার ব্রীজ তৈরী করে দিয়েছেন।