ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুন্সীগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সদরে ঝরনা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার নাহারপাড়া এলাকায় ওই নারীর বসতঘরের পেছন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ঝরনা বেগম নাহারপাড়া গ্রামের প্রয়াত মো. মহসিন মিয়ার স্ত্রী একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝরনা তার মাকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। গত বুধবার তার মা বাড়িতে ছিলেন না। গতকাল ঝরনার বাবা মেয়ের খবর নিতে আসেন। সে সময় বাড়ির পেছনে গলাকাটা অবস্থায় ঝরনা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তবে ঝরনার ঘরের মালামালের কোনো ক্ষতি হয়নি। তার দুটি মোবাইল ফোনও কেউ নেয়নি। স্থানীয়রা আরও বলেন, চার বছর আগে ঝরনার স্বামী মহসিন মিয়া মারা যান।

এক ছেলে ও এক মেয়ে নিয়ে এ বাড়িতেই থাকতেন। বছর খানেক আগে তার ছেলে কাজের জন্য বিদেশ চলে যায়। মেয়েটিকেও বিয়ে দেন ঝরনা। এরপর থেকে ঝরনার মাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। তবে তার বাড়ির পাশে প্রতি রাতে মাদকসেবীরা আড্ডা দিতো। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের পাঠায়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কেন কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তার অনুসন্ধান শুরু করেছে। ধর্ষণের কোনো আলমত রয়েছে কিনা সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

মুন্সীগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৪৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

মুন্সীগঞ্জের সদরে ঝরনা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার নাহারপাড়া এলাকায় ওই নারীর বসতঘরের পেছন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ঝরনা বেগম নাহারপাড়া গ্রামের প্রয়াত মো. মহসিন মিয়ার স্ত্রী একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝরনা তার মাকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। গত বুধবার তার মা বাড়িতে ছিলেন না। গতকাল ঝরনার বাবা মেয়ের খবর নিতে আসেন। সে সময় বাড়ির পেছনে গলাকাটা অবস্থায় ঝরনা বেগমের লাশ পড়ে থাকতে দেখেন। তবে ঝরনার ঘরের মালামালের কোনো ক্ষতি হয়নি। তার দুটি মোবাইল ফোনও কেউ নেয়নি। স্থানীয়রা আরও বলেন, চার বছর আগে ঝরনার স্বামী মহসিন মিয়া মারা যান।

এক ছেলে ও এক মেয়ে নিয়ে এ বাড়িতেই থাকতেন। বছর খানেক আগে তার ছেলে কাজের জন্য বিদেশ চলে যায়। মেয়েটিকেও বিয়ে দেন ঝরনা। এরপর থেকে ঝরনার মাকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। তবে তার বাড়ির পাশে প্রতি রাতে মাদকসেবীরা আড্ডা দিতো। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের পাঠায়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কেন কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তার অনুসন্ধান শুরু করেছে। ধর্ষণের কোনো আলমত রয়েছে কিনা সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।