ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। সুমন বলেন, ‘আগামীকাল (আজ) বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা সেখানে থাকবেন। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল। এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন। সেখানে মূলত সৌজন্য সাক্ষাৎ হবে।’ বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন। পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা।

সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পা রাখে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ। যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলকে গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

আপডেট সময় ০২:০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। সুমন বলেন, ‘আগামীকাল (আজ) বেলা ১টায় দুই দলের ক্রিকেটাররা গণভবনে যাবেন। শুধু ক্রিকেটাররা সেখানে থাকবেন। প্রথমে অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল। এরপর বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেটারদের সঙ্গে নাদেল ভাই (নারী উইংয়ের চেয়ারম্যান) থাকবেন। সেখানে মূলত সৌজন্য সাক্ষাৎ হবে।’ বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার এবং চেয়ারম্যান থাকবেন। পুরুষদের মতো নারী ক্রিকেটেও প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। এক দুই কিংবা তিন নয়, ওয়ানডেতে রেকর্ড ৭ আর টি-টোয়েন্টিতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অজি মেয়েরা।

সেই চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে পা রাখে বাংলাদেশে। যে কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই সিরিজ। যদিও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজটা ভালো যায়নি স্বাগতিকদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতেও এরই মধ্যে সিরিজ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।