ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় ২০ হাজার টাকার জন্য হত্যা, গ্রেপ্তার ৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণ না দেয়ায় এক কলেজছাত্র মিজানুর রহমানকে হত্যার ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে আটকে মারধর ও পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিতে ৫ হাজার টাকা দিলেও, তাকে ছাড়া হয়নি। উল্টো বেধড়ক মারপিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হত্যার সঙ্গে জড়িত ৫ আসামিকে। গতকাল পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ৩১শে জানুয়ারি মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর করা হয়। আর পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১লা ফেব্রুয়ারি মারা যান তিনি।

মিজানুর সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি আটঘরিয়া সরকারি (অনার্স) কলেজে এইচএসসি মানবিক বিভাগে লেখাপড়া করতেন। গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা পৌর এলাকার চক ছাতিয়ানী মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে রাফিউল ইসলাম রাফি (২৩), একই মহল্লার আব্দুল গাফফারের ছেলে নাঈম ইসলাম (২৪), শালগাড়িয়া নিকারীপাড়া মহল্লার বনি ইসরাইলের ছেলে ইয়াছিন আলী রাহাত (২৩), মধ্য শালগাড়িয়া মহল্লার মৃত ইলিয়াস আলীর ছেলে ইসতিয়াক মাহমুদ মিশন (২৪) ও রাধানগর নারায়নপুর মহল্লার শফিকুল ইসলাম শফিকের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩৯)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পাবনায় ২০ হাজার টাকার জন্য হত্যা, গ্রেপ্তার ৫

আপডেট সময় ০১:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণ না দেয়ায় এক কলেজছাত্র মিজানুর রহমানকে হত্যার ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে আটকে মারধর ও পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিতে ৫ হাজার টাকা দিলেও, তাকে ছাড়া হয়নি। উল্টো বেধড়ক মারপিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে হত্যার সঙ্গে জড়িত ৫ আসামিকে। গতকাল পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ৩১শে জানুয়ারি মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর করা হয়। আর পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১লা ফেব্রুয়ারি মারা যান তিনি।

মিজানুর সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি আটঘরিয়া সরকারি (অনার্স) কলেজে এইচএসসি মানবিক বিভাগে লেখাপড়া করতেন। গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা পৌর এলাকার চক ছাতিয়ানী মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে রাফিউল ইসলাম রাফি (২৩), একই মহল্লার আব্দুল গাফফারের ছেলে নাঈম ইসলাম (২৪), শালগাড়িয়া নিকারীপাড়া মহল্লার বনি ইসরাইলের ছেলে ইয়াছিন আলী রাহাত (২৩), মধ্য শালগাড়িয়া মহল্লার মৃত ইলিয়াস আলীর ছেলে ইসতিয়াক মাহমুদ মিশন (২৪) ও রাধানগর নারায়নপুর মহল্লার শফিকুল ইসলাম শফিকের ছেলে শরিফুল ইসলাম শরিফ (৩৯)।