নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বরিশাল মহানগর ছাত্রদল প্রতিবাদ সমাবেশ করেছে। পরে বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম তসলিম, বিএম কলেজ ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন, রেজাউল করীম শাকিল, সজিব গাজী, শহিদুল ইসলাম জাহিদ, কালু খাঁ, তুহিন হাওলাদার, বাবুল কাজী, সজল কাজী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার হলের গেটের কাছে পৌছালে কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা বাঁধা দিয়ে মিছিলটি পন্ড করে দেয়।