স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের চাকুরির নিরাপত্তা বিধান এবং শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যার সমাধানের দাবিতে ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর।
মানব বন্ধন শেষে বিক্ষোভ সহকারে শিক্ষক নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। করোনা পরিস্থিতির মধ্যেও বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী মানব বন্ধন কর্মসূচিতে অংশ করেন।
কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার সাফল্যের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করলেও শিক্ষা ব্যবস্থা কঠিন সময় পার করছে। স্কুল কলেজ বন্ধ। প্রতিষ্ঠানে প্রাত্যহিক ব্যয় নির্বাহের কোন ব্যবস্থা নেই। স্কুলের নিয়মিত আয় না থাকলেও বিদ্যালয়ে এডহক কমিটি গঠনে প্রতি ৬ মাসে গুনতে হবে ৬ হাজারের সঙ্গে আনুষ্ঠানিক খরচ। এই সঙ্গে আছে শিক্ষা বোর্ডের অনুমোদনসহ বিভিন্ন ফি, সিটি কর্পোরেশনের ট্যাক্স, রাজস্ব বিভাগের জমির খাজনা, বিদ্যুৎ ও টেলিফোন বিলসহ কত ধরনের খরচ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ের তালিকায় রয়েছে। অন্যদিকে দেশের অর্থনীতি সচল থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পদক্ষেপ গৃহীত হচ্ছেনা। করোনা পরিস্থিতির মধ্যে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি হয়েছে শিক্ষকদের চাকুরি নিয়ে উদ্বেগজনক ঘটনা।
এসব পরিস্থিতি ব্যাখ্যা করে মানব বন্ধন থেকে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, করোনা পরিস্থিতিতে বোর্ডের বিভিন্ন ফি, সিটি কর্পোরেশনের ট্যাক্স কমানো এবং প্রাত্যহিক ব্যয় নির্বাহের জন্য সরকারি মঞ্জুরী প্রদান এবং বিদ্যালয় পরিচালনায় সর্ব মহলের খামখেয়ালী ও স্বেচ্ছাচারিতা পরিহার করে শিক্ষকদের চাকুরির নিরাপত্তা বিধান এবং দুর্নীতি বন্ধের দাবী জানানো হয়।
মানববন্ধন চলাকালে আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, তোফায়েল আহমেদ, আ: মালেক, রফিকুল ইসলাম, সুনীল বরণ হালদার, আবুল কালাম, শফিকুল ইসলাম, দুলালী গোলদার, ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা জহির উদ্দিন জাহাঙ্গীর, আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন মহানগর সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মল্লিক। মানব বন্ধন শেষে বিক্ষোভ সহকারে শিক্ষকনেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।