ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পেট্রোপোল ও বেনাপোলে ২দিন আমদানি রপ্তানি বন্ধ

২৫শে মার্চ সোমবার ভারতে দোলযাত্রা ও দোল পূর্নিমা ও ২৬শে মার্চ মঙ্গলবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দু দেশে সরকারি ছুটি থাকাই.বেনাপোল স্থলবন্দর ও পেট্রোপোল দিয়ে সকল আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পন্য ওঠা নামা ও পন্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বেনাপোল পেট্রোপোল দিয়ে দু দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে দু দেশের বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল সি এ‍্যান্ড এফ এজেন্টর সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রোপোল সি এ‍্যান্ড এফ ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান.দোলযাত্রা ও দোলপূর্নিমা একটি বৈত্র্বব উৎসব।
বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কারণে আমদানি রপ্তানি সংক্রান্ত সি এ‍্যান্ড এফ এজেন্ট মালিক. শ্রমিক. কর্মচারী. হ‍্যান্ডলিং. ট্রাকচালকরা সকলে নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় সোমবার ও মঙ্গলবার দু দেশের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
২৭শে মার্চ বুধবার থেকে আমদানি রপ্তানি সহ সকল প্রকার কার্য‍্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ও বন্দর পরিচালক রেজাউল করিম জানান. দু দেশের দুটি দিবসে. এপথে সব রকম আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে সকল কার্য‍্যক্রম চলবে এবং ভারত থেকে আসা পন্য বাহী ট্রাক ভারতে যেতে কোন বাধা নেই. তবে বুধবার থেকে এ পথে বানিজ‍্যিক ভাবে সব ধরনের আমদানি রপ্তানি শুরু হবে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পেট্রোপোল ও বেনাপোলে ২দিন আমদানি রপ্তানি বন্ধ

আপডেট সময় ০২:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

২৫শে মার্চ সোমবার ভারতে দোলযাত্রা ও দোল পূর্নিমা ও ২৬শে মার্চ মঙ্গলবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দু দেশে সরকারি ছুটি থাকাই.বেনাপোল স্থলবন্দর ও পেট্রোপোল দিয়ে সকল আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পন্য ওঠা নামা ও পন্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বেনাপোল পেট্রোপোল দিয়ে দু দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে দু দেশের বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল সি এ‍্যান্ড এফ এজেন্টর সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও ভারতের পেট্রোপোল সি এ‍্যান্ড এফ ষ্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান.দোলযাত্রা ও দোলপূর্নিমা একটি বৈত্র্বব উৎসব।
বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কারণে আমদানি রপ্তানি সংক্রান্ত সি এ‍্যান্ড এফ এজেন্ট মালিক. শ্রমিক. কর্মচারী. হ‍্যান্ডলিং. ট্রাকচালকরা সকলে নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় সোমবার ও মঙ্গলবার দু দেশের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।
২৭শে মার্চ বুধবার থেকে আমদানি রপ্তানি সহ সকল প্রকার কার্য‍্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ও বন্দর পরিচালক রেজাউল করিম জানান. দু দেশের দুটি দিবসে. এপথে সব রকম আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে সকল কার্য‍্যক্রম চলবে এবং ভারত থেকে আসা পন্য বাহী ট্রাক ভারতে যেতে কোন বাধা নেই. তবে বুধবার থেকে এ পথে বানিজ‍্যিক ভাবে সব ধরনের আমদানি রপ্তানি শুরু হবে।